ইসাহাক আলী, নাটোর, ০৪ জুন- একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, বাংলাদেশকে যারা পাকিস্তান বানাতে চায়, তারাই ইউটিউব ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচার চালিয়ে ধর্মের নামে নানা অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। ইসলামের হুকুমাত তো পাকিস্তানে ছিল, ইসলামের নামেই তো তারা ২৪ বছর শাসন করেছে শোষণ করেছে দেশকে বিভক্ত করেছিল, গণহত্যা করেছিল তো আপনাদের পাকিস্তান ভালো লাগলে পাকিস্তান চলে যান । এখানে কোন ষড়যন্ত্র করতে দেয়া হবে না। বঙ্ড়বন্ধুর ডাকে এদেশের মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল সেই দেশে আর কোন অপকর্ম করতে দেয়া হবে না।
তিনি আজ নাটোর শহরের কান্দিভিটা এলাকায় জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে শহীদ জননী জাহানার ইমামের ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়েজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, নাটোরের সভাপতি মেয়র উমা চৌধুরি জলি ও এ্যাডভোকেট মালেক শেখ সহ নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.