
বাঁশখালীর অপহৃত শিশু আকিলকে উদ্ধারে বাঁশখালী থানা পুলিশের তড়িৎ পদক্ষেপ।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা থেকে অপহৃত শিশু মুহাম্মদ আকিল উদ্দিন চৌধুরী(৯) কে গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে গাজীপুর থানা পুলিশ।
২০ মে’২২ ইং শুক্রবার রাত সাড়ে ৩ টার সময় কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতায় অপহৃত শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ। শিশু আকিলকে উদ্ধারের বিষয়টি শুক্রবার বিকেলে গনমাধ্যম কর্মিদের নিশ্চিত করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন। এদিকে অপহৃত সন্তানকে উদ্ধারের সংবাদে স্বস্তি ফিরেছে আকিলের পরিবারে। বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ির উদগ্রীব জনতার উৎকণ্ঠাও কমেছে।
বাঁশখালী থানা সূত্রে জানা যায়, ১৯ মে’২২ ইং বৃহস্পতিবার দুপুর ১২.৩০ টায় উপজেলা সদরস্থ আদর্শ শিশু নিকেতন থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি ৮নং ওয়ার্ডের নেজাম উদ্দিন চৌধুরীর ছেলে মুহাম্মদ আকিল উদ্দিনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আকিলের বাবা তাৎক্ষনিকভাবে বাঁশখালী থানায় শিশু অপহরণের বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পরই বাঁশখালী থানা ওসির নির্দেশে শিশু অপহরনের ঘটনাটিকে অধিকতর গুরুত্ব দিয়ে বাঁশখালী থানা তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও শিশুটির অবস্থান সম্পর্কে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় নিশ্চিত হয়ে কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতায় দ্রুত অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ। অভিযানে শিশুটিকে উদ্ধার ও দু’জনকে আটক করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, শিশু আকিল উদ্দিন অপহৃত হওয়ার বিষয়ে অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করে জানতে পারি তারা গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় আছেন। পরে কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতায় বাঁশখালী থানা পুলিশ অপহৃত শিশুকে উদ্ধার করে। এসময় ঘটনার সাথে সংশ্লিষ্ঠ দু’জনকে আটক করা হয়। তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই দ্রূত আমাদের অভিযান শুরু হয়। এরপর দীর্ঘ ১৫ ঘণ্টা অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় শিশুটিকে গাজীপুর থানার কালিয়াকৈর থানার সহযোগিতায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশু আকিলকে নিয়ে বাঁশখালী থানা পুলিষ গাজীপুর থেকে রওনা দিয়েছে, ঘটনার সাথে আর কে কে জড়িত বা বা ঘটনার নেপথ্যে রহস্য কি তা তদন্তে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
৫৯ বার ভিউ হয়েছে