প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২২, ৯:০৬ পূর্বাহ্ণ
বাঁশখালীতে ১৫ ভূমিহীন-গৃহহীন পরিবারের কাঁছে প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ২৬,২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসাবে বাঁশখালীতে ৩য় ধাপে ১৫ টি ভূমিহীন গৃহহীন পরিবারের কাঁছে গৃহ হস্তান্তর করা হয়েছে।
২১ জুলাই'২২ ইং বৃহস্পতিবার সকাল ১০ টার সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাছিনা ভার্চুয়্যালী গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন উপজেলা অফিসার্স ক্লাবে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। বিশেষ অথিতি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা কাজেমী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা আবু সালেক, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শওকত উজ জামান সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
অনুষ্টানে শুরু থেকে শেষ পর্যন্ত গনভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়্যাল উদ্বোধনী কার্যক্রম বিটিভি'র মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। পরিশেষে আশ্রয়ন-২ প্রকল্পের ২য় ধাপের তৃতীয় পর্যায়ে বাঁশখালীতে ১৫ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমি সহ নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত গৃহ হস্তান্তর করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.