প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১০:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২২, ১২:০১ অপরাহ্ণ
বাঁশখালীতে প্রাথমিক শিক্ষক সমিতির সম্বর্ধনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ. বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষকদের সম্বর্ধনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল'২২ ইং বুধবার বিকাল ৪ টার সময় উপজেলার গ্রীন পার্ক কনভেনশন হলে সদ্য অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষক, বিশিষ্ট শিক্ষক নেতা রাজ মোহাম্মদ আজাদের সভাপতিত্বে পবিত্র রমজানের তাৎপর্য শির্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পরবর্তি সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা শিক্ষক সমিতির উপজেলা শাখার সাবেক দুইবারের নির্বাচিত সাধারন সম্পাদক রাজ মোহাম্মদ আজাদ ও শিক্ষক সমিতির উপজেলা শাখার সাবেক সভাপতি বাবু শ্যামল কিশোর চৌধুরীর সদ্য অবসর গ্রহন উপলক্ষে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়। বানিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুমন দে'র সভাপতিত্বে এবং জয়নাল আবেদীন ও বদরুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় প্রধান অথিতি ছিলেন, বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন। বিশেষ অথিতি ছিলেন, বাঁশখালী পৌর যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ, ওয়ার্ড কমিশনার জমশেদ আলম, কমিশনার আরিফ মাঈনুদ্দিন, উপজেলা সহঃ শিক্ষা অফিসার আবু সুফিয়ান, আবু বকর মোহাম্মদ ছিদ্দিকী, সদ্য অবসপ্রাপ্ত বিদায়ী শিক্ষক নেতা রাজ মোহাম্মদ আজাদ, বাবু শ্যামল কিশোর চৌধুরী ও বাঁশখালী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সমিতির আগামী নির্বাচনে সম্ভাব্য সাধারন সম্পাদক প্রার্থী বিশিষ্ট শিক্ষক নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। বক্তব্য রাখেন, শিক্ষক জয়নাল আবেদীন, বদরুদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউনুচ, নুরুল ইসলাম প্রমুখঃ।
অনুষ্ঠানে বক্তারা বাঁশখালীতে প্রাথমিক শিক্ষক সমিতির বিরোধিতাকারী গুটিকয়েক শিক্ষককে সড়যন্ত্রকারী ও বিবেদ সৃষ্টিকারী উল্লেখ করে জাতী গড়ার নিপুন কারিগর সম্মানিত শিক্ষক সমাজের কাঁছে জাতী এহেন নেতিবাচক ও স্বার্থপর আচরন প্রত্যাশা করেনা জানিয়ে অবিলম্বে সব ভেদাভেদ পরিহার করে সমিতির মুল ধারার সাথে সংযুক্ত হয়ে নিজেদেরকে সম্মানিত করার উদাত্ত আহ্বান জানানো হয়। সভায় বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহঃশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিদায়ী দুই শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করে আন্তরিক বিদায় জানানো হয় অনুষ্টানের প্রধান অথিতি পৌর মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন সহ সকল বিশেষ অথিতিবৃন্দকে ক্রেস্ট প্রদানপুর্বক সম্মাননা প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.