শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বাঁশখালীতে চেয়ারম্যান প্রার্থীর উদ্বত্তপূর্ন আচরনঃনির্বাচন স্থগিত ঘোষনা।

বাঁশখালীতে চেয়ারম্যান প্রার্থীর উদ্বত্তপূর্ন আচরনঃনির্বাচন স্থগিত ঘোষনা।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ  আগামী ১৫ জুন’২২ ইং আসন্ন ইউপি নির্বাচনে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকার দলীয় নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মুজিবুল হক চৌধুরীর ঔদ্বত্তপূর্ণ আচরনের তদন্ত শেষে নেতিবাচক ও ভীতিসঞ্চারক আচরনবিধি বিরোধী হুমকি দেওয়ায় ঘোষিত নির্বাচন তফশিল বাতিল করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুল হক চৌধুরীর নামে মামলা দায়েরের নির্দেশনা দিয়েছে২ সংস্থাটি।
৫ জুন’২২ ইং, রবিবার নির্বাচন কমিশনের উপসচীব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমান স্মাক্ষরিত এক স্মারকমূলে উপজেলার চাম্বল ইউপি নির্বাচনের তফশিল বাতিল ঘোষনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনে স্থগিতাদেশ নির্দেশনাটি চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ঠ রিটার্নিং অফিসার বরাবরে পাঠিয়েছেন ইসির নির্বাচন কমিশন।
নির্দেশনায় বলা হয়েছে, ১৫ জুন’২২ ইং অনুষ্ঠেয় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী ঘোষণা দেন যে, আসন্ন ইউপি নির্বাচনে ব্যালট পেপার হলে রাতেই সব ভোট কেটে নিতেন, ভোটকেন্দ্রে ইভিএমের বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন এবং ইভিএমকে যথেচ্ছভাবে ব্যবহার করে বিজয় ছিনিয়ে আনার হুমকি দিয়েছেন। একই সঙ্গে ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন এমন বক্তব্য বিভিন্ন পত্রিকা, স্যাটেলাইট টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইর‍্যাল হয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে এবং পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তদন্তেও তার সত্যতা প্রমাণিত হয়।  এই কার্যক্রম ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এবং দণ্ডবিধি অনুযায়ী অপরাধ।
এই প্রেক্ষাপটে চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরীর নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের (জি.আর. মামলা) জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। ওই সিদ্ধান্ত অনুসারে মামলা দায়েরের লক্ষ্যে এজাহার দায়ের ও প্রাসঙ্গিক অন্যান্য ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধও করা হয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, “চাম্বল ইউপির নির্বাচন স্থগিতের নির্দেশনাটি নির্বাচন কমিশন থেকে আমার কাঁঁছে এসেছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। এই অবস্থায় ওই সিদ্ধান্ত অনুসারে গণবিজ্ঞপ্তি জারিসহ পদ্ধতিগতভাবে কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. কামাল উদ্দিন বলেন, চাম্বলের নির্বাচন স্থগিতের বিষয়ে অবগত হয়েছি, তবে এখনও পর্যন্ত চাম্বল ইউপির চেয়ারম্যান প্রার্থী মুজিবুলের বিরোদ্ধে নির্বাচন কমিশন থেকে মামলার এজাহার পৌঁছায়নি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
এদিকে বিগত ক’দিন ধরে চাম্বল ইউপি’র সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থি মুজিবুল হক চৌধুরীর আচরনবিধি বহির্ভূত অশালীন ঔদ্বত্তপূর্ন কথা “টক অব বাঁশখালী” তে পরিনত হয়েছে। এহেন বিব্রতকর পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ইতিবাচক আখ্যা দিয়ে সন্তোষ প্রকাশ করেছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS