প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ১০:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২২, ১:৪৪ অপরাহ্ণ
বাঁশখালীতে ঈদের দিনে বজ্রাঘাতে লবন শ্রমিকের মৃত্যু।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ ঈদের উৎসব শোকের মেঘে ঢেকে গেল ওসমান গনির পরিবারে। হঠাৎ বজ্রাঘাতে তছনছ হয়ে গেল লবন শ্রমিক ওসমান গনির পরিবার। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের সমিতি ঘোনায় বজ্রাঘাতে মৃত্যুবরন করেছে দরিদ্র লবন শ্রমিক ওসমান গনি(৩০)।
অদ্য ৩ মে'২২ ইং, রবিবার দুপুর ১.৩০ মিনিটের সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা সমিতি ঘোনায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মৃত ওসমান গনি গন্ডামারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাজ বাড়ির নজির আহামদের ছেলে। পেশায় সে একজন দরিদ্র লবন শ্রমিক।
ঘটনার বিবরনে প্রকাশঃ পবিত্র ঈদের দিনে মসজিদে সবার সাথে ঈদের নামাজ আদায় করে মহা আনন্দে সবার মত ওসমান গনিও ঘরে এসে ছেলে মেয়েদের সাথে আনন্দ কোলাহল করছিল, হঠাৎ আকাশ মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠলে সে দ্রুত দৌঁড়াতে থাকে সমিতি ঘোনায় তার লবন মাঠে। মাঠে পৌঁছে তাড়াহুড়ো করে ফুটন্ত লবন উঠানোর এক পর্যায়ে হঠাৎ বিকট শব্দে একটি শক্তিশালী বজ্রের টুকুরা তার শরীরের অন্ডকোষে এবং বুকের ডানপাশে আঘাত করার সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পড়ে। মুহুর্তের মধ্যেই তার দেহ নিথর হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোন যোগাযোগ হয়নি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ওসমান গনির পরিবার হত বিহ্বল হয়ে পড়েছে। মৃত ওসমান গনির ছোট ছোট ২ ছেলে ১ মেয়ে আছে বলে জানা গেছে। এমন আনন্দের দিনে ওসমান গনির মর্মান্তিক হঠাৎ এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.