
বাঁশখালীতে আওয়ামী লীগ নেতা নুরুল হক সিকদারের ইন্তেকালে সর্বত্র শোকের ছায়া।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বিশিষ্ট জমিদার, দানবীর পূর্ব বড়ঘোনার মরহুম হাজী আব্দুস সালামের ৬ষ্ট পূত্র এবং গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা শিহাব-উর-সিকদারের পিতা প্রবীন আওয়ামী লীগ নেতা নুরুল হক সিকদার আর নেই। দির্ঘদিন দূরারোগ্য ব্যধির সাথে জমে-দূতে লড়াই করে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অবশেষে তিনি চলে গেলেন মহান প্রভূর সান্নিধ্যে আর কোনদিন না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
৩ মে’২২ ইং, রবিবার রাত ৯.১৫ টায় চট্টগ্রাম শহরস্থ ম্যাক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রবীন এই আওয়ামী লীগ নেতাকে মৃত ঘোষনা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিওন)। এর আগে তিনি দির্ঘদিন থেকে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত কয়েকদিন আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরন করেন। নুরুল হক সিকদারের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয়ভাবে সোস্যাল মিডিয়ার বিভিন্ন অঙ্গনে মুহুর্তেই ভাইর্যাল হয়ে সর্বত্র ছড়িয়ে পড়লে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।
মরহুম নুরুল হক সিকদার একজন সদালাপী, অমায়ীক ও সাদা মনের সমাজসেবক মানুষ ছিলেন, ওনি নিজ ইউনিয়নের উন্নয়নের স্বপ্নে বিভোর হয়ে চেয়ারম্যান পদে নির্বাচনও করেছিলেন। ওনার বাবা মরহুম হাজী আব্দুস সালাম সিকদার ছিলেন একজন ক্রীড়াপ্রেমী নির্লিপ্ত সাদা মনের নিরব সমাজকর্মী।জীবদ্দশায় যিনি জমিদারিত্বের পাশাপাশি মানুষের কল্যাণে আজিবন কাজ করে এলাকার মানুষের মনে অম্লান হয়ে আছেন। মরহুম নুরুল হক সিকদার তাঁর বাবার প্রতিষ্ঠিত হাজী আব্দুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আব্দুস সালাম সিকদার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি এলাকার মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাঙ্গনে তার অবাধ বিচরণ ছিল। মরহুম নুরুল হক সিকদার ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের একজন নিঁখাদ ও নির্লোভ ব্যক্তিত্ব।
মরহুম নুরুল হক সিকদারের মৃত্যুতে তাৎক্ষনিকভাবে শোক প্রকাশ করেছেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, সাবেক চেয়ারম্যান আরিফ উল্লাহ, সিটি কলেজ ছাত্র সংসদের জি,এস ছাত্রনেতা জাহেদুল হক চৌধুরী মার্শাল।
অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম বলেন, শ্রদ্ধেয় নুরুল হক সিকদারের মৃত্যুতে বাঁশখালীবাসি হারালো এক প্রবীণ আওয়ামী লীগ নেতা। এই অসময়ে তাঁর চলে যাওয়া জাতির জন্য বড় ক্ষতির। তিনি এবং তাঁর পুরো পরিবার খাঁটি আওয়ামী পরিবার হিসাবে জনপ্রিয় ছিলেন। বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগ পরিবারেও তার অসামান্য অবদান রয়েছে।
২০৪ বার ভিউ হয়েছে