শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বরকলে দুইজন ভারতীয় নাগরিক আটক।।

বরকলে দুইজন ভারতীয় নাগরিক আটক।।

মোঃআরিফুল ইসলাম সিকদার:

রাঙামাটির বরকলের ছোটহরিণা বাজার এলাকা থেকে অনুপ্রবেশের অপরাধে দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার মধ্যরাতে এ রির্পোট লেখার সময় বরকল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু, এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন—জ্ঞান রঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২)। তাদেরকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।

বুধবার দুপুরে বরকলের ছোটহরিণা ব্যাটালিয়নের হাবিলদার ভবেশ কুমার সুশীলের নেতৃত্বে একটি টহল দল তাদের আটক করে।

পুলিশ ও বিজিবি জানিয়েছে, তারা দুজন সন্দেজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা উভয়ই ভারতীয় নাগরিক। তাদের কাছে ৭২ হাজার ৭০০ টাকা এবং ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।

তারা ছোটহরিণা বাজারে ভারতীয় পণ্য বিক্রি করে বিভিন্ন মালপত্র কিনে ভারতে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন।

এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশের দায়ে বরকল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বরকল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু।

৫২৬ বার ভিউ হয়েছে
0Shares