রবিবার- ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বন বিড়াল মারার ফাঁদে পড়ে শিশুর মৃত্যু

বন বিড়াল মারার ফাঁদে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি  ;: প্রায় রাতেই বন-বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে যায়। তাই বিড়ালকে ধরার জন্য বিদ্যুতের তার কবুতরের ঘরের চারপাশে পেঁচিয়ে দেন মোস্তফা ওরফে মস্তু (৩২)। বিড়াল মারার সেই তারে জড়িয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে ইব্রাহিম শেখ নামের পাঁচ বছরের এক শিশু মারা গেছে। পরে বাড়ির লোকজন শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল ) দুপুরে গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা গ্রামের মোস্তফা রওফে মস্তুর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের ঝাকুয়াপাড়ার মমিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,মোস্তফা ওরফে মস্তু দীর্ঘদিন থেকে নিজ বাড়িতে কবুতর পালতেন। প্রায় রাতেই বন বিড়াল (স্থানীয় ভাষায় গারোয়া) তার কবুতরের বাচ্চা খেয়ে ফেলায়। সে কারণে আজ রাতে কবুতরের ঘরের চার পাশে বিদ্যুতের তার পেঁচিয়ে রেখেছিলেন তিনি।

আজ বেলা সাড়ে ১২ টার দিকে দুপুরে প্রতিবেশির মমিরুল শেখের ছেলে খেলতে যায়। খেলার এক পর্যায়ে সবার অজান্তে ওই শিশু কবুতরের ঘরে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।  এদিকে ইব্রাহিমকে খুঁজতে থাকে তাঁর পরিবার। খোঁজার এক পর্যায়ে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে  মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জুলফিকার আলী ভুট্টো জানান, শিশু বাচ্চা ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

১৩ বার ভিউ হয়েছে
0Shares