
বগুড়া শহরের ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের ভাতিজি স্মৃতি বেগম সহ ৩ জন গ্রেফতার।।

স্টাফ রিপোটার:
বগুড়ায় কক্সবাজারের টেকনাফ থেকে পেটের মধ্যে ১৭০০ পিস ইয়াবা ট্যাবলেট বহন করার সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার দুই সহযোগী আলোচিত বহিষ্কৃত শহর যুবলীগ নেতা আবদুল মতিন সরকারে ভাতিজি ও তার স্বামী আটক করা হয়। ডিবি পুলিশের একটি দল শুক্রবার (১১ এপ্রিল) সকালে বগুড়া শহরের ভবের বাজার এলাকা থেকে প্রথমে বাহক ও পরে জড়িত মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করা হয়।
বাহকের পেট থেকে ১৭ প্যাকেটে ৮৫০ পিস উদ্ধার করা সম্ভব হয়েছে। ডিবি ওসি ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, বগুড়া শহরের ৪ নং ওয়ার্ডের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার মৃত তৈমুরের ছেলে মো. আপেল (৩৫), তার স্ত্রী স্মৃতি বেগম (৩০) ও বাহক জয়পুরহাটের কালাই উপজেলার জামুড়া গ্রামের আবদুস সামাদের ছেলে আলম (৪০)।
বগুড়া ডিবি পুলিশের সূত্র জানায়, আপেল ও তার স্ত্রী স্মৃতি বেগম কূখ্যাত মাদক ব্যবসায়ী। স্মৃতি বগুড়া শহর যুবলীগের বহিষ্কৃত নেতা পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মতিন সরকারের ভাতিজি। আপেলের বাড়ি শহরের আটাপাড়ায় হলেও, তিনি চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার মতিনের ভাই জাহাঙ্গীর সরকারের মেয়ে স্মৃতি বেগমকে বিয়ে করে সেখানে ভাড়া বাড়িতে বসবাস করেন। এ দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তারা আলমের মাধ্যমে কক্সবাজারের টেকনাফ থেকে বিভিন্ন মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করেন।
আলম টেকনাফে বিশেষ ব্যবস্থায় খাবারের মাধ্যমে পেটের মধ্যে ইয়াবা ট্যাবলেট নেন। শুক্রবার বেলা ১০ টায় শহরের ভবেরবাজার এলাকায় বাস থেকে নামেন। এ সময় আপেল তাকে রিসিভ করেন।
গোপন তথ্যের ভিত্তি আগে থেকে সেখানে লুকিয়ে থাকা ডিবি পুলিশ দু’জনকে আটক করেন। এ সময় স্মৃতি মোবাইল ফোনে বারবার ইয়াবার চালান এসেছে কিনা তা জানতে চাইছিলেন। তখন ডিবি পুলিশ শহরের চকসূত্রাপুরের ভাড়া বাসা থেকে স্মৃতিকে আটক করে।
জিজ্ঞাসাবাদের সময় আলম অস্বাভাবিক আচরণ করলে তার পেটে ইয়াবা ট্যাবলেট থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তাকে শহরের ঠনঠনিয়া এলাকায় শামসুন্নাহার ক্লিনিকে নিয়ে এক্সরে করালে চিকিৎসক তার পেটে কয়েকটি পোটলা দেখতে পান। এ সময় জিজ্ঞাসাবাদ করলে আলম স্বীকার করে তার পেটের মধ্যে ৩৪ পোটলায় এক হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট আছে। তিনি কলার সঙ্গে ইয়াবার প্যাকেট গিলে ফেলেন। এরপর চিকিৎসক ওষুধ খাওয়ালে আলমের মলদার দিয়ে ১৭টি প্যাকেট বেরিয়ে আসে। এতে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। বিকালে পর্যন্ত তার পেট থেকে অবশিষ্ট ইয়াবা ট্যাবলেট বের করার চেষ্টা অব্যাহত ছিল।
ডিবির ওসি ইকবাল বাহার জানান, সাবেক কাউন্সিলর, সাবেক যুবলীগ লীগ দুদকের মামলায় সাজাপ্রাপ্ত, ৫ আগস্টের পর হত্যাসহ কয়েকটি নাশকতার মামলার আসামি আলোচিত আবদুল মতিন সরকারের ভাতিজি স্মৃতি বেগম ও তার স্বামী জামাই আপেল কূখ্যাত মাদক ব্যবসায়ী। এ দম্পতি বাহক আলমের মাধ্যমে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে থাকেন। এরপর এসব বিক্রি করেন।
তিনি আরো জানান যে, এ ব্যবসার সঙ্গে তাদের পরিবারের আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে ওই দম্পতি ও বাহক আলমের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।