রবিবার- ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বগুড়া করতোয়া নদী দখল করে গড়ে ওঠা টিএমএসএস এর অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল গ্লাস ফ্যাক্টরি গুড়িয়ে দিয়েছে বগুড়া জেলা প্রশাসন।।

বগুড়া করতোয়া নদী দখল করে গড়ে ওঠা টিএমএসএস এর অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল গ্লাস ফ্যাক্টরি গুড়িয়ে দিয়েছে বগুড়া জেলা প্রশাসন।।

মোঃ কাওছার মিয়া দিপু ও মোসাব্বর হাসান মুসা
বগুড়া জেলা প্রতিনিধি/স্টাফ রিপোটার:
ঢাকা রংপুর মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত করতোয়া নদী দখল করে গড়ে ওঠা টিএমএসএস এর অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল গ্লাস ফ্যাক্টরি গুঁড়িয়ে দিয়েছেন প্রশাসন।

নোটঃ এই প্রতিষ্ঠানের কাজ এপার ভাঙ্গালে ওপার গড়া।

আজ বুধবার (৯ এপ্রিল) বগুড়া উপজেলার বাঘোপাড়া এলাকায় করতোয়া নদীর কোলঘেঁষা সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা হয় গ্লাস ফ্যাক্টরি। প্রতিষ্ঠানটির মালিকানা ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর অধীনে। দীর্ঘদিন ধরে নদীর পার দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় জেলা প্রশাসনের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে। এই সময় পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথবাহিনী অভিযান কাজে সহায়তা করে। অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি খাস জমিতে অনুমতি ছাড়া টিএমএসএস কর্তৃক গ্লাস ফ্যাক্টরি নির্মাণ সম্পূর্ণ অবৈধ। জনস্বার্থ, নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নদীর ধারে দখল হওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। উচ্ছেদের ফলে করতোয়ার স্বাভাবিক গতি ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে।
উল্লেখ্য, টিএমএসএস কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসন সূত্র জানায়, ভবিষ্যতে সরকারি জমি দখল করে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

৫১ বার ভিউ হয়েছে
0Shares