রবিবার- ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বগুড়ার কাহালুতে বাসের চাপায় নুর আলম নামের এক ভ্যান চালক নিহত।।

বগুড়ার কাহালুতে বাসের চাপায় নুর আলম নামের এক ভ্যান চালক নিহত।।

বগুড়া জেলা প্রতিনিধি।।

শুক্রবার সকাল ৯ টায় বগুড়া -নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের ভেপড়া এলাকায় ডিকে অটো রাইস মিলের সামনে বাস চাপায় অটো রিস্কা ভ্যান চালক নুর আলম (৫৫) নিহত হয়েছেন। নিহত নুর আলম কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামের মৃত ওসমান আলীর পুত্র।
জানা গেছে, নুর আলম বিবির পুকুর হাট থেকে যাত্রী নিয়ে দরগাহাটের দিকে আসার সময় নওগাঁ থেকে ছেরে আসা ঢাকা গামী শ্যামলী নামে একটি কোচ উল্লেখিত স্থানের অটো রিস্কা ভ্যানকে পিছন থেকে চাপা দিলে ভ্যানের চালক নুর আলম সড়কের মাঝে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ সময় ভ্যানে থাকা ৪ যাত্রীর মধ্যে ৩ জন সামান্য আঘাতপ্রাপ্ত হন এবং ১ জন যাত্রীর হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে প্রথমে কাহালু উপজেলা হাসপাতালে আনা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার পরিচয় পাওয়া যায়নি।
কাহালু থানার এস আই মহিউদ্দিন এ দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এই দুর্ঘটনার সময় ওই অটো ভ্যানটি শ্যামলী কোচের চাকার সাথে আটকে যায় এবং তা টেনে হেঁচড়ে দরগা হাট পর্যন্ত চলে আসে।

৪২ বার ভিউ হয়েছে
0Shares