
বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও ১ টি প্রাইভেটকার সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।।

মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোটার:
বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র মাদক বিরোধী অভিযানে ১০(দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদকদ্রব্য গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ০১(এক) টি প্রাইভেটকার সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়া ডিবির একটি টিম ইং ১০/০৪/২০২৫ তারিখ ১৪.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি বিমান মোড়স্থ মাহাথীর হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ সোহেল খাঁ (৪৪), পিতা-মৃত সোহবান খাঁ, মাতা-মোছাঃ ফিরোজা বেগম, সাং-চক শ্রীমান্তপুর, থানা-নাটোর সদর, জেলা-নাটোর, ২। মোঃ শাজাহান আলী (৫৪), পিতা-মৃত আবুল হাসেম, মাতা-মৃত রেজিয়া খাতুন, সাং-দক্ষিণ বড় গাছা, থানা-নাটোর সদর, জেলা-নাটোরদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হইতে সর্বমোট ১০(দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদকদ্রব্য গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ০১(এক) টি প্রাইভেটকার উদ্ধার করে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।