মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে ৪৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ মোক্তারুল ইসলাম (৩৫) এক যুবক পুলিশের হাতে আটক । গত রবিবার রাত্রী সাড়ে দশটায় ফুলবাড়ী পৌর শহরের কলেজ রোড সংলগ্ন বটতলা মোড় থেকে একটি ১৫০সিসি এপাসি মোটর সাইকেল সহ মোঃ মোক্তারুল ইসলাম (৩৫)কে আটক করেছেন ফুলবাড়ী থানা পুলিশ।
আটক মোক্তারুল ইসলাম ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির কুশলপুর গ্রামের মামুনুর রশিদ এর পুত্র। ফুলবাড়ী থানার পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, মাদক চোরাচালানের সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বটতলা মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫বোতল ফেন্সিডিল সহ একটি মোটর সাইকেল ও মাদক বহনকারীকে আটক করেন- এ ঘটনায় গত রবিবার দিবাগত রাত বারোটার উপপুলিশ পরিদর্শক এসআই আরিফুজ্জামান বাদী হয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। গত সোমবার সকালে তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক অভিযান চলছে তা অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.