
ফুলবাড়ীতে প্রাণ গ্রæপের চুক্তিবদ্ধ কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউপির প্রাণ কোম্পানির সভাকক্ষে প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড রাঙ্গামাটির আয়োজনে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় প্রাণ গ্রæপের চুক্তিবদ্ধ কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড রাঙ্গামাটি ফুলবাড়ী এর জেনারেল ম্যানেজার বি.এস.এল, পিএবিএল (প্রাণ গ্রæপ) এর মোঃ জাকারিয়া হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মঞ্জুরুল হক, বিসিএস, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার ও কৃষি বিদ মোছাঃ রুম্মান আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহানুর রহমান, প্রাণ এ্যগ্রো বিজনেস লিঃ এর কৃষি বিদ মোঃ খাইরুল ইসলাম।
অন্যানদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষক মোঃ মাহামুদুল ইসলাম, মোঃ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মোঃ জিয়াউল হক, সিনিয়র প্রডাকশন ম্যানেজার প্রাণ এ্যাগ্রো বিজনেস লিঃ। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।