
ফুলবাড়ী থানা প্রেসক্লাবের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ করায় দুজন বহিষ্কার

ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী থানা প্রেসক্লাবের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ করায় দুজন বহিষ্কার। গত ২৫শে মার্চ সন্ধা ৭টায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন কোন ঘটনা ছাড়াই হঠাৎ করে প্রেসক্লাবে এসে মিটিং এর কথা বলে প্রেসক্লাবের সভাপতির উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি ফুলবাড়ী থানা প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক মোঃ সাইদুর রহমানকে অবগত করা হয়। অবগত করার পর তিনি ঐদিন রাত্রীতে প্রেসক্লাবে এক জরুরী সভার আহবান করেন। ঐ জরুরী সভায় সর্বসম্মতিক্রমে ঐ দুজন মোঃ মোশারফ হোসেন ও মোঃ আল আমিন কে গঠনতন্ত্রের ১৭ ও ৩৩ ধারায় বিধি লংঘন করায় তাদেরকে স্থায়ীভাবে বহিস্খার করা হয়। উল্লেখ্য যে, ইতিপূর্বে বিভিন্ন মিথ্যা ইস্যু সৃষ্টি করে অনুরুপ ঘটনা ঘটান।