লিমন হায়দারঃ দিনাজপুরের ফুলবাড়ীতে যৌথবাহিনী গত ৬ এপ্রিল (রবিবার)রাত্রে অভিযান চালিয়ে ৪জন চিহ্নিত মাদক কারবারি ও চোরকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেনঃ কুখ্যাত মাদক কারবারি দুলাল হোসেন(৪০),পিতা-মৃত মোতাহার,মাতা-মোছাঃবুলি, সাং-সুজাপুর(আদর্শ কলেজপাড়া)।এই আসামীর নামে ফুলবাড়ী থানায় ৭টি মাদক মামলা রয়েছে।সুজন মিয়া(৩২),পিতা-মৃত মনসুর আলী,মাতা-মোছাঃ আরজিনা,সাং-পশ্চিম গৌড়ীপাড়া,আসামীর নামে ফুলবাড়ী থানায় ৩টি মাদক মামলা আছে।জনি শেখ (৩৫),পিতা-মৃত বাবু শেখ,সাং-প্রফেসরপাড়া,
আসামীর নামে ফুলবাড়ী থানায় ৪টি মাদক মামলা ও ১টি চুরি মামলা রয়েছে।আল আমিন(২৫),পিতা-শহিদুল ইসলাম,সাং-(আদর্শ কলেজপাড়া)ঘাটপাড়া।আসামির নামে ফুলবাড়ী থানায় ৩টি চুরি মামলা রয়েছে।
এসব ধৃত আসামিদের উভয়ের থানা ফুলবাড়ী জেলা দিনাজপুর।তাদেরকে ৭এপ্রিল(সোমবার)সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.