
ফুলবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ শয়নকক্ষ থেকে রিফা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের চক্কবীর মীরপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
গৃহবধূ রিফা আক্তার উপজেলার চক্কবীর মীরপাড়া গ্রামের সৈয়দ তরিকুল ইসলামের ছেলে সৈয়দ পলাশ আলমের স্ত্রী।
জানাগেছে রিফা আক্তার দু বছরের বাচ্চাসহ শশুরবাড়িতে থাকত।স্বামী সৈয়দ পলাশ আলম কাজের সুবাদে বন্দর নগরী চট্টগ্রামে থাকেন।পরিবারের সদস্যরা জানায় প্রতিদিনেরমত সেহরীর পর সবাই ঘুমিয়ে পড়েন।সকাল সাড়ে ৮টার দিকে বন্ধ ঘরে রিফা আক্তারের বাচ্চার অস্বাভাবিক কান্নার শব্দ শুনে ডাকাডাকি করেন তার শ্বাশুড়ী।কোন সাড়া শব্দ না দিলে আশপাশের লোকজন ঘরের অস্থায়ী আউটার (ভন্টিলেটর)জানালা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
নিহতের শ্বশুর সৈয়দ তরিকুল ইসলাম বলেন,তার দুই ছেলে।বড় ছেলে স্ত্রীসহ কুমিল্লায় থাকে। ছোট ছেলে সৈয়দ পলাশ আলম কাজের সুবাদে চট্টগ্রামে থাকে। বাড়িতে আমার স্ত্রী,আমি,ছোট ছেলের স্ত্রী আর দুই বছরের নাতি বসবাস করি।তিনি বলেন নিহত রিফা আক্তার ভোর রাতে সবাইকে সেহরীর জন্য ডেকে দেয়।আমরা সেহরী করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি।পরেরদিন সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, খবর পেয়ে ঘরের ফ্যানের সাথে ওড়না পেচানো ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে। অধিকতর তদন্ত ও মৃত্যুর সঠিক কারণ জানতে মরাদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।