
ফিলিস্তিনের গাজায় মুসলিম গণহত্যার প্রতিবাদে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত বোমা হামলা চালিয়ে মুসলিম গণহত্যার প্রতিবাদে এবং অবিলম্বে এই নৃশংস গণহত্যা বন্ধের দাবীতে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ জোহর বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের কর। এ সময় দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ইসলামী দল, ধর্মপ্রাণ মুসল্লী এবং বিভিন্ন স্তরের জনগণ তাদের দোকানপাট বন্ধ করে মিছিলে যোগ দেয়।
মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো পদক্ষিণ করে ফের বড় বাজার মসজিদের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, জেলা খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা খাইরুল বাশার, খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আসাদুর রহমান আকন্দ, ইসলামি আন্দোলন নেত্রকোনা জেলার সভাপতি নুরুল ইসলাম হাকিমি, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী দিদার লস্কর, শরিফুল ইসলাম, মাওলানা আব্দুল মোতালিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মুহাম্মদ শাহ্ আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা, ফিলিস্তিনের গাজায় ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘ, আবরলীগ, ওআইসি ও কমনওয়েলথ সহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
৪ বার ভিউ হয়েছে