প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ
ফিলিস্তিনদের মুক্তির দাবিতে পত্নীতলায় দোয়ার মাহফিল ও সাহায্য সংগ্রহ কার্যক্রম

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ফিলিস্তিন মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে নওগাঁর পত্নীতলা উপজেলায় শুক্রবার বাদ জুমা মসজিদে-মসজিদে দোয়ার মাহফিলে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়েছে। সেই সাথে মজলুম গাজাবাসীর সাহায্য প্রদানে এগিয়ে আসে সর্বস্তরের মুক্তিকামী তাওহীদি জনতা।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল জনগণের দান সংগ্রহ করে ফান্ড করে প্রথম পর্যায়ে মোট দুই লাখ টাকা প্রদান করা হয়েছে। পরবর্তী পর্যায়ে সাহায্য সংগ্রহ আরও প্রসার ঘটাতে ওলামা পরিষদের উদ্যােগে শুক্রবার জুমা পর উপজেলার প্রতিটি মসজিদে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মুক্তিকামী তৌহীদি জনতার পক্ষে প্রভাষক দেলোয়ার হোসেন বলেন, 'মজলুম আহুত ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্য চলমান থাকবে। -ইনশাআল্লাহ্। অপরদিকে, ফিলিস্তিনের মুসলিম নিধনের প্রতিবাদে শুক্রবার দুপুরে উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর যুব সংঘের আয়োজনে নজিপুর-নওগাঁ আঞ্চলিক সড়কের কাটাবাড়ি মোড়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.