প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২২, ৩:৫৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল

বদিয়ার রহমান লালমনিরহাট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফুঁসে উঠেছে লালমনিরহাট জেলা আওয়ামীলীগ। শনিবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের মিশন মোড় গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মতিয়ার রহমান, আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সফুুরা বেগম রুমী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি- নজরুল হল পাটোয়ারি ভোলা, সিরাজুল হক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন বাদল এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, পৌর আওয়ামীলীগের সভাপতি মেফাজ্জল হোসেন, সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব জহুরুক হক টিটু, জেলা ছাত্রলীগের সভাপতি বিলাশ, জেলা স্বেচ্ছাসবক লীগের সম্পাদক শরিফুল ইসলাম রাজু প্রমুখ। প্রতিবাদ সভায় বাংলাদেশের সবচেয়ে বিচক্ষণ ও সুনামধন্য প্রধানমন্ত্রী স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানান এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। প্রতিবাদ সভায় আওয়ামীলীগের সহস্রাধিক নেতা-কর্মী অংহ গ্রহন করেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.