বুধবার- ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে নওগাঁয় কর্মশালা

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে নওগাঁয় কর্মশালা

নওগাঁ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে নওগাঁয় জেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান, নওগাঁ জেলা গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার হারুন অল রশিদ প্রমুখ। কর্মশালায় বক্তায় বলেন, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করেছে। এই ১০টি উদ্যোদ মানুষের জীবন, সমাজ ও দেশের উন্নয়নে বিশেষভাবে অবদান রাখছে। এর মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ে খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়ন ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ হলো- পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ। কর্মশালায় নওগাঁ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

 

২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS