
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি ৩ দিনের কর্মসূচীতে দিনাজপুর আসছেন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি আগামী ২২-২৪ জুলাই/২০২২ দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক প্রোগ্রামে উপস্থিত থাকবেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান প্রেরীত তথ্যে জানিয়েছেন আগামী ২২জুলাই শুক্রবার বিকাল ৪টায় দিনাজপুরের বোচাগঞ্জে বড়সুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠে ছোটসুলতানপুর উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন, বড়সুলতানপুর উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশে অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি।
এছাড়াও ২৩ জুলাই শনিবার বিকাল ৪ টায় দিনাজপুরের বিরল উপজেলার ১০ নং রানীপুকুর ইউনিয়নের জগতপুরে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন উত্তর গোবিন্দপুর, বিরল-২ এর ৩৩/১১ কেভি ২০/২৮ এমভিএ ইনডোর উপকেন্দ্রের উদ্বোধন করতে সম্মতি জানিয়েছেন।
২৩ জুলাই শনিবার বিকাল ৫ টায় বিরল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করতে সম্মতি জানিয়েছেন। ২৪ জুলাই রবিবার সকাল ৯.৩০ টায় বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে জামতলী হতে তারগাঁও ইউপি হেডকোয়াটার (বগদইড় হাট) ভায়া উত্তর গোবিন্দপুর পর্যন্ত রাস্তার উদ্বোধন, ধামইর ইউপি হেড কোয়াটার হতে তারগাঁও ইউপি হেড কোয়াটার পর্যন্ত রাস্তার উদ্বোধন, রামপুর হতে নেহাগ্রাম কুবের দোকান পর্যন্ত রাস্তার শুভ উদ্বোধন, কাশিডাঙ্গা সিজি হতে মঙ্গলপুর জিসি ভায়া মিলডাঙ্গা বাজার পর্যন্ত রাস্তার উদ্বোধন, ধামইর ইউপি অফিস হতে কাশিডাঙ্গা জিসি পর্যন্ত রাস্তার উদ্বোধন, রামপুর হতে নেহাগ্রাম কুবের দোকান পর্যন্ত রাস্তার শুভ উদ্বোধন, কাশিডাঙ্গা সিজি হতে মঙ্গলপুর জিসি ভায়া মিলডাঙ্গা বাজার পর্যন্ত রাস্তার উদ্বোধন, ধামইর ইউপি অফিস হতে কাশিডাঙ্গা জিসি পর্যন্ত রাস্তার উদ্বোধন করতে সম্মতি জানিয়েছেন।
২৪ জুলাই রবিবার সকাল ১০ টায় দিনাজপুরের বিরল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর উদ্বোধন ও মুলুকদেওয়ান পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সকাল ১১.০০ ঘটিকায় বিরল উপজেলার বুনিয়াদপুরে বন বিভাগ কর্তৃক তুলাই নদীর ধারে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন, সকাল ১১.৩০ ঘটিকায় বিরল, দিনাজপুর। বুনিয়াদপুর সিনিয়র মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিকাল ৩.৩০ টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, মাননীয় প্রধানমন্ত্রী’র কার্যালয়ের আওতাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান এবং ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ, বিকাল ৪.০০ টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন ও মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন।