
পূজা উদযাপন পরিষদের পটুয়াখালীতে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সঞ্জয় ব্যানার্জী,পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ্, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অ্যাড. তাপস কুমার পাল। উদ্বোধন করেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার প্রমুখ।
জাতীয়- সংগঠনের পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে দুই বছর মেয়াদী জেলা পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা করা হয়।
১ বার ভিউ হয়েছে