শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পিতা হত্যার ১বছর ৬মাস পর দুর্গাপুরে পুত্রকে হত্যার চেষ্টা,থানায় অভিযোগ!

পিতা হত্যার ১বছর ৬মাস পর দুর্গাপুরে পুত্রকে হত্যার চেষ্টা,থানায় অভিযোগ!

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতাকে প্রকাশ্যে খুন করার পর পুত্র হাবিবুর রহমান(৩০)কে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। পিতা হত্যার মামলা উঠিয়ে নিতে জামিনে থাকা আসামীরা প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে। মামলা তুলে নিতে অপারগতা প্রকাশ করায়গত ৬ মে হাবিবুর রহমানকে নিজ দখলীয় ভুমিতে ধান কাটতে গেলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর আঘাত করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বিথী বেগম গত ৮মে দুর্গাপুর থানায় অভিযোগ দাখিল করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বিরিশিরি ইউনিয়নের গোহালিদেও এলাকায়। পিতা আব্দুল হাশেমকে হত্যার পর পুত্র হাবিবুর রহমানকে হত্যা চেষ্টা ঘটনাটি ঘটিয়েছে একই এলাকার আঃ ছামাদের পুত্র মিজান মিয়া(৩০), জহিরুল ইসলাম(২৬), আমিন মিয়া(২২),মোস্তাকিন(২০),ইসলাম উদ্দিনের পুত্র আব্দুল কুদ্দুছ(৩৫),মৃত আমজাদ হোসেন এর পুত্র আঃ ছামাদ, কানাইল এলাকার মৃত আঃ জব্বার এর পুত্র আব্দুল লতিফ(৬৭)।

খোঁজ নিয়ে জানা গেছে, ৬ই মে ভুক্তভোগী হাবিবুর রহমান বসত বাড়ির পশ্চিমে স্বত্ব দখলীয় ভুমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষের মারধরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন হাবিবুর রহমান। মাথার উপরিঅংশে তিনটি সেলাই লেগেছে। স্বামীর মারপিঠ ফেরাতে গিলে অভিযুক্ত মিজান মিয়া ৫মাসের অন্তঃসত্বা স্ত্রী বীথি বেগমের তলপেটে লাথি মারেণ। স্থানীয়রা উভয়কে মারধরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নেন। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দাখিলের ৫দিন পেরিয়ে গেলেও কোন প্রকার আইনি ব্যবস্থা না নেয়ায় আরো বেপরোয়া হয়ে হুমকি দিয়ে বেড়াচ্ছেন প্রতিপক্ষরা এমন অভিযোগ সরেজমিন গেলে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানান। আঘাত পান।

অভিযুক্তদের মধ্যে মিজান মিয়ার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠোর বিষয়ে কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে দুর্গাপুুর থানার (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, অভিযোগটি বিষয়ে জেনে আমি আপনাকে জানাবো।

৩৩ বার ভিউ হয়েছে
0Shares