
পার্বতীপুর পৌরসভা মেয়রের বিদায় প্রশাসক হিসাবে দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজান : সংক্ষিপ্ত ও অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে পার্বতীপুর পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহন করলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাইল। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় পার্বতীপুর পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সদ্য বিলুপ্ত পৌর পরিষদের বিদায়ী মেয়র এজেডএম রেজওয়ানুল হক কে পৌর কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বিদায় সম্বর্ধনা জানানো হয়। একই অনুষ্ঠানে বিদায়ী মেয়রের কাছ থেকে পৌর প্রশাসকের দায়িত্ব ভার গ্রহন করেন-পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন- পৌর সভার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, কাউন্সিলর কৈলাশ প্রসাদ সোনার, বিদায়ী মেয়র এজেডএম রেজওয়ানুল হক ও নব নিযুক্ত পৌর প্রশাসক মুহাম্মদ ইসমাইল প্রমুখ।
পৌর প্রশাসক তার বক্তব্যে পৌর সভার কর্মকর্তা কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আপনাদের সহযোগিতায় আমরা যেন নিষ্ঠা ও সচ্ছতার সাথে পৌরসভার মানুষের সার্বিক কল্যানে কাজ করতে পারি। গত ২৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে পার্বতীপুর পৌরসভাসহ মেয়াদোত্তীর্ণ দেশের ৬টি পৌর পরিষদ বিলুপ্ত ঘোষনা করে এ সব পৌরসভায় “পৌর প্রশাসক” নিয়োগের নির্দেশ দেয়। এরই প্রেক্ষিতে পার্বতীপুর পৌরসভায় প্রশাসক হিসাবে দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল।