শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ   ঈদুল ফিতরের  দ্বিতীয় দিনে পার্বতীপুরে জামায়াতে ইসলামীর আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত জামায়াত নেত-কর্মীরা একত্র হলে তা বিশাল মিলন মেলায় পরিণত করেছে। বুধবার (২ এপ্রিল) সকাল ১০ টার দিকে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ও হাবড়া ইউনিয়নের আয়োজনে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার সকল ইউনিয়ন এর সহযোগীতায় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সকাল থেকেই সমাবেত হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। পরে মাওলানা সাইদুজ্জামান এর সমন্বয়ে ১,২,৫,৬,৭ ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোটরসাইকেল আনন্দঘন ঈদ পুনর্মিলনী শোডাউন করা হয়। মোটরসাইকেল শোডাউন শেষে রোস্তম নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার আমীর মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে  ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা সেক্রেটারি আবু সায়েম এর সঞ্চালনায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার কর্ম পরিষদ সদস্য,দিনাজপুর-৫ (পার্বতীপুর -ফুলবাড়ি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এম.পি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সেক্রেটারি জয়নাল আবেদীন,ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রধান অতিথি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়,বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরণের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। আগামীকাল ৩,৪,৮,৯ ও ১০ নং ইউনিয়ন গুলোতে ঈদ পুনর্মিলনী শোডাউনে নেতা-কর্মীদের  উপস্থিত থাকার  আহ্বান জানান তিনি। পরিশেষে, উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

৭৬ বার ভিউ হয়েছে
0Shares