
পার্বতীপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন এমপির

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মুন্সিপাড়া ও আদিবাসী শুকুরডাঙ্গা গ্রামের শতাধিক মানুষের মাঝে ডু-নেশন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ইয়ংস্টার ক্লাব খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
মধ্যপাড়া খনির আনন্দ বিলাস ডাকবাংলোতে আজ বৃহস্পতিবার বিকেল ফেইসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডু-নেশন ও পার্বতীপুরে শহরের সামাজিক সাংস্কৃতিক সংগঠন ইয়ংস্টার ক্লাবের পক্ষে ৭ দিনের এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এ সময়- পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি, নাট্যজন ও সংগঠক আমজাদ হোসেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর ও ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ প্রমুখ। এছাড়াও ল্যাম্ব হাসপাতালের পক্ষ থেকে ৪৫ জন ক্ষতিগ্রস্ত প্রত্যেককে নগদ ২ হাজার সহায়তা দেওয়া হয়েছে।
২৬ বার ভিউ হয়েছে