
পার্বতীপুরে জাতীয় পুষ্ঠি সপ্তাহ পালিত

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় পুষ্ঠি সপ্তাহ পালিত হয়েছে। আজ সোমবার সকালে জাতীয় পুষ্ঠি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন ও উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হামদুল্লাহ। আলোচনা সভায় বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জানানো হয়, ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল ২০২২ জাতীয় পুষ্টি সপ্তাহ সফলভাবে বাস্তবায়ন, পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষের কাছে তুলে ধরা হবে।