পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজানঃ দিনাজপুরের পার্বতীপুরে খয়েরপুকুর হাট এলাকায় রেলের লীজকৃত জমির দখলকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করার অভিযোগ উঠেছে। গত সোমবার রাত আনুমানিক ১ টার সময় ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকায় স্থানীয় সাবেক ইউপি সদস্য আকরাম হোসেনের স মিলের অফিসে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে।
ভূক্তভোগী ইউপি সদস্য অভিযোগ করেন যে, ২৫ এপ্রিল দিনে ওই জমিতে রেলের লীজকৃত যায়গা দাবী করে পূর্ব হোসেনপুর সিঙ্গারপাড়া গ্রামের শাহাজান আলীর ছেলে মোঃ শাহ আলম গাছ লাগান। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই আকরাম হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে ভাংচুর ও লুট করা হয়। এসময় তার অফিসে থাকা নগদ দুই লাখ ২৫ হাজার টাকা, একটি এলইডি টিভি ও আকাশমনি গাছের গুল নিয়ে যায় দূর্বৃত্তরা। চুরি হওয়া গাছের গুলের মুল্য প্রায় ২ লক্ষ টাকা। সেই সাথে অফিসে টানিয়ে রাখা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে কে বা কাহারা। আকরাম হোসেনের অভিযোগ, ওই জমি নিয়ে বিরোধের জেরে তার অফিসে হামলা, ভাংচুর ও লুট করে শাহ আলম (৪০), আব্দুর রহিম (৬০), আবুল বাশেদ (৪৫) ও নাহিদ (২৫)। তাদের ৪ জনের নামে সন্দেহ করে এজাহার দিয়েছেন ভূক্তভোগী আকরাম হোসেন পার্বতীপুর মডেল থানায়। মধ্যপাড়া ফাঁড়ীতে অভিযোগ এএসআই মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি শাহ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- ইউপি সদস্য বিএনপির লোক। আমাদের ফাসানোর জন্য মিথ্যা এ অভিযোগ করেছেন। অপর আব্দুর রহিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে রেলের লীজকৃত জায়গায় লাগানো গাছ প্রকৃত জমির মালিক মাহাফিজুল হক চৌধুরী গত ২৬/০৪/২০২২ইং তারিখে সকাল ৯ ঘটিকার সময় গাছের চারাগুলি তুলে ফেলেন এবং তার পৈতিক জমি বলে দাবি করেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.