পার্বতীপুর (দিনাজপুর) থেকে : দিনাজপুরের পার্বতীপুরে ২০২১-২২ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্প (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি প্রতিনিধিদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
পার্বতীপুর কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল।
উপ-সকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এনএটিপি-২ প্রকল্পের ডিডি মোহাইমিনুল রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ ফারিন আজমি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোঃ সায়েমসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সিআইজি’ হতে সফল কৃষকদের সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.