শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পার্বতীপুরে ঐতিহ্যবাহী জ্ঞানাঙ্কুর হাই স্কুলের টপটেন ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের মিলনমেলা 

পার্বতীপুরে ঐতিহ্যবাহী জ্ঞানাঙ্কুর হাই স্কুলের টপটেন ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের মিলনমেলা 

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ “ঐক্যে শক্তি একতায় মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  দীর্ঘ প্রায় ৩ যুগ পর বাল্যকালের বন্ধুদের সঙ্গে দেখা, কে কী করছে, ব্যক্তি জীবনে কেমন আছে—এসব প্রশ্ন-উত্তরের মধ্য দিয়ে জমে উঠেছিলো দিনাজপুরের পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে (১৯৯১-২০০০) এসএসসি ব্যাচের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী বন্ধুদের ঈদ পুনর্মিলনী-২০২৫। ৯৩ ব্যাচের বন্ধু আব্দুল কুদ্দুসের কোরআন তেলওয়াত ও ৯৮ ব্যাচের বন্ধু শ্রী মানিক দাসের গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শুক্রবার (৪ এপ্রিল) সকালে দিনব্যাপী পার্বতীপুরের ঐতিহ্যবাহী জ্ঞানাঙ্কুর হাই স্কুলের টপটেন ব্যাচ ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আয়োজনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক সোহেল মারুফ (স্বপন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক পৌর মেয়র বিশিষ্ট শিল্পপতি এ,জেড,এম মেনহাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর কাউন্সিলর মঞ্জুরুল আজিজ পলাশ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, টপটেনের সদস্য সচিব ৯৩ ব্যাচের বন্ধু আব্দুর রাকিব (দুলাল) ও যুগ্ম সদস্য সচিব ৯২ ব্যাচের বন্ধু অধ্যক্ষ গোলাম মোস্তফা। সাথে ছিলেন, সাংগঠনিক সম্পাদক ৯৩ ব্যাচের বন্ধু রোস্তম আলী। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী হারুন-উর-রশীদ সরকার (সুমন) বলেন,বহুদিন পর স্কুল-বন্ধুরা একত্রিত হতে পারলাম, নানা ব্যস্ততায় অনেকের সঙ্গেই তেমন যোগাযোগ ছিলো না। ঈদকে উপলক্ষ করে বন্ধুদের একত্রিত হওয়ার এই উদ্যোগ আর সেই ভাবনা বাস্তবায়ন করতেই এই মিলনমেলা। সত্যিই দুর্দান্ত একটা দিন কাটিয়েছি।’নারী শিক্ষার্থী ইসমত আরা সুমি বলেন, ‘১৯৯৯ সালে এসএসসি পরীক্ষার পর অনেকের সঙ্গে আর দেখাই হয়নি। যেন কয়েক ঘণ্টার জন্য স্কুলজীবনে ফিরে গিয়েছিলাম।’২০০০ ব্যাচের আরেক শিক্ষার্থী তারেক হাসান সান বলেন, ‘অনেক বন্ধু একত্র হয়ে ঈদ পুনর্মিলনী করতে পেরে আজ সত্যিই আমরা আনন্দিত। শুধু এই অনুষ্ঠানেই থেমে থাকবো না, ভবিষ্যতে আরও বড় পরিসরে পুনর্মিলনী করব এবং বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে আলোচনা করবো।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৯৯২ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও ভোটগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান। বক্তব্য দেন ১০ টি ব্যাচের প্রায় ২০ জন শিক্ষার্থী। তাঁরা প্রত্যেকে বিদ্যালয়ের উন্নতমানের শিক্ষা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দিনটি শুক্রবার হওয়ায় কলেজ প্রাঙ্গণেই জুমআ’র নামাজের আয়োজন করা হয় এবং নামাজ শেষে আকর্ষণীয় প্যান্ডেলের ভিতরে দুপুরে পরিপাটি মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।

এ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে উত্তরবঙ্গের অন্যতম সেরা কণ্ঠশিল্পী আবু তাহেরের নেতৃত্বে গান ও নৃত্য পরিবেশন করেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র ও চ্যানেল আই সেরা কণ্ঠের গুণী শিল্পী সুবর্ণা ফেরদৌসী ও মঞ্চ শিল্পী সুমি রহমান সহ মিলনমেলায় অংশ গ্রহণকারী বন্ধুরা।

৪৫ বার ভিউ হয়েছে
0Shares