
পার্বতীপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক ও সাইকেল বিতরণ

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) :: আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুরের পার্বতীপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুর ১ টায় পৌর অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চেক ও বাই সাইকেল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
অন্যান্যদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায়, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান বিমল মূরমু, সাধারণ সম্পাদক এফ্রাইম টুডু, সংগঠনের প্রধান উপদেষ্টা রমেশ হাসদাসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১০০ জন প্রাক প্রাথমিক শিক্ষার্থীর প্রত্যেককে ২হাজার ৪’শ, মাধ্যমিকের ৫০জনের প্রত্যেককে ৬ হাজার, উচ্চ মাধ্যমিকের ২৫জনকে ৯হাজার ৬শ টাকার চেক বিতরণসহ ৩০ জনের মাঝে বাই সাইকেল প্রদান করা হয়।