
পার্বতীপুরের পূর্ব সুখদেবপুরে সুগন্ধীধানের মাঠ দিবস

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বে-সরকারী উন্নয়ন সংস্থ্যা গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উচ্চমূল্যের সুগন্ধীধান ব্রি-৫০ জাতের উৎপাদন ও প্রক্রিয়াজাত করণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি করণ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পের আওতায় হামিদপুর ইউনিয়নের পূর্ব সুখদেবপুর গ্রামে এক মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রহমান।
অন্যান্যদের মাঝে সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলেটেটর শাহজাহান সরদার, ওয়ার্ড সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ওই এলাকার কৃষক মোহসিন আলীর জমিতে উচ্চমূল্যের সুগন্ধীধান ব্রি-৫০ জাতের ধানের চাষ প্রদর্শনী করা হয়। উন্নত ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে ৩৩ শতক জমি থেকে প্রায় ২৬ মন ধানের ফলন পাওয়া যায়। স্বল্প খরচে উচ্চ মূল্যের এ জাতের ধানের ফলন বেশি পাওয়ায় সুগন্ধীধান ব্রি-৫০ জাত চাষে কৃষকগণ উদ্বুদ্ধ হয়ে পরবর্তী মৌসুমে এ জাতের ধান করার আশাবাদ ব্যাক্ত করেন