বিশেষ প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের গুড়গুড়ি পল্লিতে বেওয়ারিশ কুকুরের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী ও পথচারী। রেহাই পাচ্ছে না স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থী, প্রতিনিয়ত কুকুরের আক্রমনের শিকার হচ্ছে গবাদি পশু। কুকুরের উৎপাত বৃদ্ধি পাওয়ায় উদ্ভেগ প্রকাশ করেছেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও গুড়গুড়ি গ্রামের ধনাড্য ব্যক্তি নুর মোহম্মদ পাইকাড়। তিনি জানান এলাকায় একাধিক ব্যক্তি, গরু, ছাগল, হাঁস, মুরগি কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছে। পরিচিত কিংবা অপরিচিত লোকজন এলাকায় প্রবেশ করলেই সারিবদ্ধ কুকুরের দল তেড়ে আসে কামড়ানোর জন্য। ডাংগা পাড়া এলাকার শফিকুল ইসলাম ও সিরাজুল ইসলাম জানান, কয়েকদিন আগে তাদের ছাগলকে কুকুর কামড়িওয় ক্ষত-বিক্ষত করেছে শুধু তাই নয় কুকুরের দল পোশা মুরগি খেয়ে সাবাড় করছে।
গুড়গুড়ি মসজিদ মোড় সহ আশপাশের কয়েকটি রাস্তায় ১০ থেকে ১৫ টি করে কুকুর দখল নিয়ে থাকে। মানুষকে দেখলেই কুকুর গুলো ঘিরে ফেলে। স্কুল কলেজ গামী শিক্ষার্থীরা বেওয়ারিশ কুকুরের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে। মধ্যপাড়া পুলিশ ফাড়ি ইনচার্জ সিরাজুল ইসলাম পিপিএম বলেন, উচ্চ আদালতের নির্দেশনার কারণে চার পাঁচ বছর ধরে কুকুর নিধন বন্ধ ছিল, তবে পাগলা কুকুর নিধনে বাধা নেই। বেওয়ারিশ কুকুর নিধনে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগকে উদ্যাগ নিতে হবে। সচেতন এলাকাবাসীর অভিমত শিক্ষার্থী, পথচারী, গৃহপালিত প্রাণির নিরাপত্তার কথা বিবেচনা করে অনতিবিলম্বে বেওয়ারিশ কুকুর নিধন আবশ্যক।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.