প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২২, ৩:১৪ অপরাহ্ণ
পাবনা সরকারি কলেজের সিমানা প্রাচীরের মধ্যে পার্টি অফিস নির্মাণ!! প্রশাসন নীরব

পাবনা প্রতিনিধি: পাবনার একটি সরকারি কলেজের সিমানা প্রাচীর ভেঙে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিমানা প্রাচীর ভেঙে কলেজের জায়গা দখল করে ব্যত্তিগত অফিস নির্মাণ করে আওয়ামী লীগের পার্টি অফিস বলে চালিয়ে যাচ্ছে।
অফিসের ভিতরে ক্রসফায়ারে নিহত এক ব্যক্তির ছবি লাগিয়ে আওয়ামী লীগের পার্টি অফিস নাম করে পাকা ঘর নির্মাণ করা হয়েছে। টেকনিক্যাল মোড় থেকে বাংলা বাজার যাওয়ার পথে কলেজের পিছনের দিকে সিমানা প্রাচীর ভেঙে এই অফিস নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, অফিসের সামনে রাস্তার উপর দিনের বেলা চেয়ার নিয়ে বসে আড্ডা ও গভীর রাত পর্যন্ত এলাকার কিছু চিহ্নিত যুবক গভীর রাত পর্যন্ত আডডা দিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে । অথচ প্রসাশন নিরব ভূমিকা পালন করছে। সরকারি কলেজের মধ্যে ব্যক্তিগত অফিস নির্মাণ এক দিকে সরকারি কলেজের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে, অন্যদিকে চিহ্নিত যুবকদের আডডা দেওয়ার জন্য যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরণের কোন দূর্ঘটনা । তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে রাজি হননি।
তবে সচেতন মহলের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে সরকারি কলেজের মধ্যে থেকে রাজনৈতিক অফিস অপসারণ করা হোক। এলাকাবাসী যথাযথ পদক্ষেপ নিতে প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। অভিভাবকরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ হাফিজুর রহমান বলেন, আমি এই কলেজে নতুন যোগদান করেছি, কলেজের পিছনের রাস্তায় সিমানা প্রাচীর ভেঙে অফিস নির্মাণ করা হয়েছে, এটা আমি দেখেছি, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কলেজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ঐ অফিস দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.