শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পাবনা ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও বার্ষিক ক্রীড়া   সাংস্কৃতিক অনুষ্ঠান

পাবনা ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও বার্ষিক ক্রীড়া   সাংস্কৃতিক অনুষ্ঠান

ময়নুল ইসলাম ঈশ্বরদী থেকে: শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এমন স্লোগানের ধারাবাহিকতায় ঈশ্বরদী সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০জলাই) কলেজ প্রাঙ্গণের মারুফ হাসান মঞ্চে দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পরিতোষ কুমার কুন্ডুর সভাপতিত্বে ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যক্ষ সিরাজুল ইসলাম মুরাদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য পাবনা -৪ ঈশ্বরদী আটঘরিয়া বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নায়েব আলী বিশ্বাস। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌসী কাকলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মুরাদ মালিথা, তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য শিক্ষাকবৃন্দ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। বক্তব্যের তিনি বলেন, ১৯৬৮ সন থেকে১৯৭৩সন দীর্ঘ সময় এই কলেজে আমি নেতৃত্ব দিয়েছি। কখনো ছাত্র হিসেবে কখনো রাজনৈতিক দিক থেকে নেতৃত্ব দিয়েছে। আমার রাজনীতি হিংহভাগ অর্জন করেছি এই কলেজ থেকে। আমাদের ঈশ্বরদীর নামকরা এই কলেজকে এগিয়ে নিতে ও এখানকার শিক্ষার মান ত্বরানিত করতে সর্বাত্বক সহযোগিতা থাকবে আমার। প্রায় ৪ হাজার শিক্ষার্থী এই কলেজের অধ্যয়নরত, ইতিপূর্বে অনেকেই কলেজ থেকে পড়াশোনা শেষ করে দেশের বিভিন্ন বড় বড় জায়গায় অধিষ্ঠিত যা এ কলেজের জন্য অনেক বড় সুনামের। কলেজের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষক কর্মচারী সহ সবাইকে এগিয়ে আসতে হবে। ঈশ্বরদীর অনেক শিক্ষার্থী এই কলেজে ভর্তি হতে পারে না, অনেক দূরে ভর্তি হয়। তারা যেন ঈশ্বর দিতেই ভর্তি হয়ে এই কলেজের হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য একটি কলেজের প্রস্তাব নিয়ে যাব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
কলেজের অধ্যক্ষ ড. পরিতোষ কুমার কুন্ডু বলেন, জেলার দ্বিতীয় বৃহত্তম কলেজ হিসেবে পরিচিত ঈশ্বরদী সরকারি কলেজ ‌। আমি ৯০ দিন যাবত কলেজের দায়িত্ব পালন করছি। ইতিমধ্যে কলেজের পুরাতন ভবন সংস্কার করা সহ কলেজের শিক্ষার্থীদের বিনোদন ও শারীরিক সুস্বাস্থ্য তার বিষয়টি মাথায় রেখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে সক্ষম হয়েছি। কলেজের জড়াজ জন্য অবস্থার পরিবর্তন করে কলেজকে নতুন রূপে উপস্থাপনা করা সহজ শিক্ষার মান উন্নত থেকে উন্নত করবো‌। তিনি আরো বলেন প্রিয়া শারীরিক ও মানসিক বিকাশের সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করার প্রয়োজন।
অনুষ্ঠানে সর্বাধিক ব্যবস্থাপনায় ছিলেন কলেজের ইতিহাস বিভাগের সরকারি অধ্যাপক আব্দুল আওয়াল ও জাহাঙ্গীর আলম। দিনব্যাপী অনুষ্ঠানের শেষাংশে বিজয়ী শিক্ষার্থী ও উপস্থিত বিশেষ ব্যক্তিবর্গের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS