শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পাটগ্রামে ভুট্রাক্ষেতে শিক্ষার্থীর লাশ উদ্ধার 

পাটগ্রামে ভুট্রাক্ষেতে শিক্ষার্থীর লাশ উদ্ধার 

লালমনিরহাট প্রতিনিধি :;  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামে ভুট্রাক্ষেত থেকে ফারজিনা আক্তার (১৪) নামে ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে স্থানীয় লোকজন ওই এলাকার একটি ভুট্টাক্ষেতে ফারজিনার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। ফারজিনা আক্তার ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা না গেলেও স্থানীয়দের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।
মেয়ে বাবা আব্দুর রহমান জানায়, আমার মেয়ে গতকাল বিকালে গরু নিয়ে ঝিম ঝিম বৃষ্টির মাঝে বেড় হয়ে ভুট্টা ক্ষেতে এদিকে আসে , এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও পরে আর বাসায় ফিরেনি । গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত খোঁজাখুঁজির পর লাশ মিলল ভুট্টাক্ষেতে ।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  ভুট্টাক্ষেতে পানি থাকায় মরদেহটি উদ্ধারে একটু বিলম্ব হচ্ছে। সুরতহাল রিপোর্টের পর প্রাথমিক ধারনা করা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে ।
১৪৪ বার ভিউ হয়েছে
0Shares