
পাটগ্রামে পৌর বিএনপির বার্ষিক সম্মেলন

শনিবার পাটগ্রাম পৌর বিএনপির আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম পাটোয়ারী প্রমূখ।
সম্মেলনে পাটগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেল’র সভাপতিত্বে প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বক্তব্য শেষে মোস্তফা সালাউজ্জামান ওপেলকে পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি এবং হাফিজুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে আরও ৫ জনের নাম ঘোষণা করে আগামী ৭ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।