প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২২, ৫:৫৯ অপরাহ্ণ
পাঁচদোনা-টঙ্গী বৃষ্টিভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী বৃষ্টিভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।মঙ্গলবার (১০ মে) সকাল সাড়ে ৯টার দিকে পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক সড়কের ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা উত্তরা পরিবহনের একটি বাস অন্তত ৪০ জন যাত্রী নিয়ে রাজধানীর মহাখালীর দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের ভাটপাড়া এলাকা অতিক্রম করার সময় বৃষ্টিভেজা পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে বাসটির ১০ যাত্রী আহত হলেও গুরুতর আহত হন তিনজন। আশপাশের লোকজন উল্টে যাওয়া বাসের ভেতর থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে পাঁচদোনা পুলিশ ফাঁড়ি ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা প্রথমেই বাসটির ভেতরে কোনো যাত্রী আটকে আছেন কিনা দেখে, পরে বেলা ১১টার দিকে বাসটি খাদ থেকে উদ্বার করে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, তাই সড়ক পিচ্ছিল অবস্থায় ছিল। দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এদিক-ওদিক দুলতে দুলতে খাদে পড়ে উল্টে পড়ে যায়।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বাসটির সামনের অংশ খাদের পানিতে ডুবে ছিল ও পেছনের অংশ সড়কের দিকে উচুঁ হয়েছিল।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ আহমেদ জানান, বৃষ্টিতে ওই সড়ক পিচ্ছিল থাকায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে খাদে পড়ে যায় আহত যাত্রীদের মধ্যে তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উল্টে যাওয়া বাসটিকে আবার সড়কে তুলে আনা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.