রবিবার- ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা 

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা 

সিরাজগঞ্জ প্রতিনিধি  ; বাঙালির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখী উদযাপন উপলক্ষে জেলা বিএনপির  প্রস্তুতিমূলক  সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সহসভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও  জেলা  বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এসময় তিনি বলেন, দীর্ঘদিন পর স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বাঙালির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা রয়েছে। তাই বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সর্বাধিক গুরুত্ব দিয়ে পহেলা বৈশাখ পালন করতে হবে। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে বর্ণঢ্য সাজে সজ্জিত হয়ে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বাজার স্টেশনে গিয়ে শেষ হবে এবং সন্ধ্যায় জেলা জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।  উক্ত প্রস্তুতিমূলক সভায় এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি গাজী আজিজুর রহমান দুলাল, অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, রকিবুল হাসান রতন,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের ভ৷রপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS