পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই ছুটির আওতায় থাকবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান। তবে জরুরি পরিষেবা সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।
যেসব সেবা ছুটির আওতার বাইরে থাকবে:
১. জরুরি সেবা: বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ নিশ্চিতকারী প্রতিষ্ঠান। ২. নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম: ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী এবং বন্দরসমূহের কার্যক্রম। ৩. পরিচ্ছন্নতা ও যোগাযোগ সেবা: পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান। ৪. স্বাস্থ্যসেবা: হাসপাতাল, চিকিৎসা সেবা এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মীবৃন্দ। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবেন। ৫. ব্যাংকিং কার্যক্রম: বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। 6. আদালতের কার্যক্রম: সুপ্রিম কোর্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হবে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, জরুরি পরিষেবার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তারা নির্দিষ্ট শর্তসাপেক্ষে দায়িত্ব পালন করবেন।
এছাড়া, সাধারণত ঈদুল ফিতরের ছুটি তিন দিন হলেও, সরকার ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করায় টানা পাঁচ দিনের লম্বা ছুটি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ৪ ও ৫ এপ্রিল সরকারি ছুটি, ৬ এপ্রিল সাপ্তাহিক ছুটি (শুক্রবার) এবং ৭ এপ্রিল শনিবার হওয়ায় টানা ছুটি পেতে পারেন কর্মজীবীরা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মজীবীরা যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন, সে লক্ষ্যে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.