পথশিশু ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এলামনাই অ্যাসোসিয়েশন। আজ শনিবার রাজধানীর দনিয়া ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব উপহার বিতরণ করা হয়।কর্মসূচি থেকে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়। উপহার হিসেবে দেওয়া হয়েছে- এক কেজি করে সেমাই, তেল, চিনি, লবন, পেঁয়াজ এবং দুই কেজি করে পোলার চাল ও আলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন। সভা পরিচালনা করেন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক এনআই আহমেদ সৈকত।
এসময় আরও উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি নাবিলা জাফরিন, মশিউর রহমান চপল, আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক এ.কে.মিলন, কার্যনির্বাহী সদস্য তানভীর হাসান, সময়ের আলো’র চিফ রিপোর্টার এম মামুন হোসেন, সদস্য আবদুল কাদের, সদস্য আরেফিন কাওসার, সর্দার রাসেলসহ একাউন্টটিং বিভাগের সাবেক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.