শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পত্নীতলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

পত্নীতলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
এদিন প্রত্যুষে নজিপুর হাইস্কুল মাঠে অবস্থিত  উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে থানা পুলিশের ৩১ তপধ্বণির মধ্যদিয়ে সাথে সাথে পুষ্পমাল্য অর্পণ এর মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। কর্মসুচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, সরকারি হাসপাতালে ভর্তিকৃত রোগিদের উন্নতমানের খাবার পরিবেশন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো: আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানগুলো পালিত হয়। এসময় আমন্ত্রিত  অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী তারা ও মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা থানা ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মিগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আগত শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS