শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পত্নীতলায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা আদায় 

পত্নীতলায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা আদায় 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি বাসের কাউন্টার মাস্টারের কাছে থেকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার নজিপুর পৌর শহরের নওগাঁ রোড সংলগ্ন বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্ব্হী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন আমার দেশ’কে জানান, ‘নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় এবং ভাড়ার তালিকা না টাঙানোর অভিযোগে হানিফ পরিবহন ও বরেন্দ্র এক্সপ্রেস এর নজিপুর কাউন্টারের কাউন্টার মাস্টারদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ যথাক্রমে তিন হাজার ও দুই হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।’
১৬১ বার ভিউ হয়েছে
0Shares