রবিবার- ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ 

পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ইসরায়েলের গাজায় মুসলমানদের উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয়  কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর সরকারি কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। পরে নজিপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো কলেজের গেটের সামনে শেষ হয়।
বিক্ষোভ মিছিলটিতে কলেজ ছাত্রদলের আহবায়ক আবু হুরায়রা বিল্লাহ্ নেতৃত্ব দেন। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ছাত্র দলের নেতা রাকিবুল হাসান, উপজেলা ছাত্র দলের নেতা রুবেল, কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির অন‍্যতম সদস‍্য সনি ইসলাম বাপ্পি, ছাত্রনেতা মাহমুদুল, সাকিব, হাবিবুর, রাজু, মেহেরাব, মশিউর প্রমুখ।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS