শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পত্নীতলায় নজিপুর পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

পত্নীতলায় নজিপুর পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নজিপুর পৌর  শাখা আয়োজিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) উপজেলা সদর নজিপুর পৌর শহরের নতুনহাট মোড়ে লাইমস্টোন ফুড গার্ডেন কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা নায়েবে আমির ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।
নজিপুর পৌর জামায়াতের আমীর মোফাচ্ছেল হকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, জেলা কর্ম পরিষদের  সদস্য মাও. সামছুল হুদা, উপজেলা আমীর মোঃ আব্দুল মুকিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী হারুনুর রশিদ প্রমুখ।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ্, ৭১’র বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ২৪’র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মারুফ মোস্তফা প্রমুখ।
এসময় স্থানীয় ব্যবসায়ী,  জামায়াত ও শিবির নেতা-কর্মি এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS