শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পটুয়াখালীতে স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে তরুনীর অনশন

পটুয়াখালীতে স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে তরুনীর অনশন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে অনশন করেছেন ফারজানা বেগম (২১) নামের এক তরুনীয়। গত ১২ জুলাই থেকে স্বামী আবু বক্কর (২৩) সিদ্দিকের বাড়িতে অবস্থান নেয়ার পর থেকেই পলাতক রয়েছে শ্বশুর, শ্বাশুরী ও স্বামীসহ ওই পরিবারের সবাই। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ বছর পূর্বে উপজেলার গাবতলী গ্রামের মৃত আলমগীরের ছেলে আবু বক্করের সঙ্গে একই উপজেলার শ্রীরামপুর গ্রামের করিম গাজীর মেয়ে ফারজানার বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর আবু বক্কর ফারজানাকে তার বাবার বাড়িতে রেখে ঢাকায় চলে যান। পরে স্বামীর বাড়ির লোকজন তাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এনিয়ে বেশ কয়েকবার শালিস মিমাংসা ও পটুয়াখালী স্পেশাল সিনিয়র সহকারী জজ আদালতে যৌতুক নিরধ আইনে মামলা করেও কোন সুরাহা না পেয়ে তিনি অনশন করেন।

এ বিষয়ে দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS