শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

পটুয়াখালী প্রতিনিধি।।  সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর ওপর সন্ত্রাসী  হামলা ও অপহরণ চেষ্টার প্রতিবাদ এবং আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজিত মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করেন পটুয়াখালীতে কর্মরত সাংবাদিকরা।  এসময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও  শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা এই প্রথম নয়। কিন্তু এর কোনো বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেশি সাহস দেখানোর সুযোগ পাচ্ছে। কিন্তু এভাবে দিনের পর দিন চলতে পারে না। হামলা করে কোনো সাংবাদিকের কলম বন্ধ করা যায়নি, যাবেও না।
মানববন্ধন ও বিক্ষোভ সামাবেশে বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামছুল রহমান ইকবাল, সাধারন সম্পাদক মুজাহীদুল ইসলাম প্রিন্স , পটুয়াখালী সময় টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন বাদল, পটুয়াখালী  প্রেসক্লাবের সহ সভাপতি জালাল আহাম্মেদসহ স্থানীয় সাংবাদিকরা।
ঘটনার ছয় দিন পর পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে গতকাল তিনজনকে গ্রেফতার করেছে বরিশাল পুলিশ । তবে এ ঘটনায় মূল হোতা ট্যারা হাবিব, জেহাদুল ইসলাম জেহাদসহ বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
২৯ মে বিকেল সাড়ে ৩টায় সময় বাসা থেকে সময় টিভির বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরোপ্রধান অপূর্বকে অপহরণের চেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার পরপরই সারা দেশের সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করে।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS