শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পটুয়াখালীতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

পটুয়াখালীতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি ; পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাড়ে ১০টায় টায় স্থানীয় সার্কিট হাউজ সম্মুখ হতে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামে শেষ হয়। পরে জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান, বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডাঃ মোঃ রেজাউর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ তৌফিকুর রহমান, মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাইফুদ্দিন ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর মহিউদ্দিন আল মাসুদ প্রমুখ।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS